চরমোনায়ের পীর সাহেব আমাকে জামায়াত ইসলামীতে নিয়ে এলেন।
লেখক : মাসুদা সুলতানা রুমী।
সম্পাদনায় : কবি আব্দুল হালিম খাঁ, এম আমিনুল ইসলাম।
প্রকাশনী : প্রফেসর'স পাবলিকেশন্স।
প্রকাশকাল : এপ্রিল ২০১৬ ইং।
মূল্য : ৩০৳,
কভার : A5, পেপারব্যাক,
পরিমাণ : ১ কপি,
দাম : ১৯৳,
পৃষ্ঠা : ৪০,
ভাষা : বাংলা,
ISBN : 984-31-1426-0,
বিবরণ :-
কি করে এ পথে এলেন? প্রায়ই এ প্রশ্নের সমমূখী হতে হয়। মাঝে মাঝে খুব। কথা পাই এই প্রশ্ন শুনে। হায়! আফসোস! এক মুসলমান আর এক মুসলমানকে জিজ্ঞেস করছে কি নকরে খাটি মুসলমান হলাম? অথচ আমরা কেউ নও মুসলিম। নই। সবাই বংশানুক্রমে মুসলমান। অবশ্য কিসে করার পেছনে কারণ আছে। কারণ মুসলিম শব্দটা এখন কুয়াশাবৃত। কে কেমন মুসলমান এটা বুঝতে হলে এখন তিনটি শব্দ প্রয়ােগ করতে হয়।
0 Reviews:
Post Your Review