জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খণ্ড)।
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.)।
সম্পাদনা : শাইখ ইমদাদুল হক।
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স।
প্রকাশকাল : জানুয়ারী ২০২০ ইং।
মূল্য : ২২০৳,
কভার : A5, হার্ডকভার,
দাম : ৯৯৳,
পৃষ্ঠা : ২০৮,
ভাষা : বাংলা,
ISBN : 978-984-93633-7-8,
বিবরণ :-
এই খন্ডে ১১৬ টি প্রশ্নোত্তর দেওয়া আছে।
জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খণ্ড) সূচিপত্র :-
ঈমান/আকীদা ১১
তাহারাত পবিত্রতা ৩০
সালাত/নামায ৩৩
জানাযা/কাফন-দাফন ৬৩
যাকাত/মানত ৬৭
সিয়াম ৭১
হজ্জ ৮৪
কুরবানি/আকীকা ৯৩
বিবাহ/তালাক ৯৯
পোশাক/পর্দা ১১৩
দুআ,আমল ১২০
সুদ-ঘুষ/ব্যবসা ১২৩
উলূমুল হাদীস ১২৮
বিদআত ১৩১
কিয়ামতের আলামত ১৪৩
জামাত/মাযহাব ১৬০
তালিম/তাবলীগ ১৭২
বিবিধ ১৯২
প্রকাশকের কথা :-
প্রশংসা আল্লাহর এবং সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মাদ , তাঁর পরিবারবর্গ ও সাহাবিদের উপর।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিলে ও টিভি চ্যানেলে বহু মানুষের যুগ জিজ্ঞাসার জবাব কুরআন ও সুন্নাহর আলোকে প্রদান করেছেন। তাঁর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে, তিনি মাহফিলগুলাে ভিডিও ক্যাসেটবদ্ধ করতেন। ফলে তাঁর প্রশ্নোত্তর ও বক্তৃতা যেমন সংরক্ষিত রয়েছে; তেমনি তা সংযোজন ও বিয়োজনের হাত থেকেও রক্ষা পেয়েছে।
তিনি তাঁর মৌলিক রচনাগুলাে যেমন তথ্যনির্ভর করে সাজিয়ে গেছেন, তেমনি তাঁর যুগ জিজ্ঞাসার জবাবগুলােও কুরআন ও সহীহ হাদীসের আলােকে প্রদান করে গেছেন। বর্তমান জটিল জীবনধারায় তাঁর প্রদত্ত বহু জিজ্ঞাসার জবাব মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলকে ইসলামের আলাের পথ দেখাবে বলে আমরা আশা রাখি। বিভিন্ন ভিডিও ক্যাসেট, টিভি চ্যানেল ও ইউটিউবে থাকা তার প্রশ্নোত্তরমালা সংগ্রহ করে ‘জিজ্ঞাসা ও জবাব' নামে সিরিজ আকারে আস-সুন্নাহ পাবলিকেশন্স তা প্রকাশ করছে বলে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মহান আল্লাহ যেন লেখকসহ সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করেন এবং লেখকের রচনাগুলােকে তার জন্য কবুল করেন।
0 Reviews:
Post Your Review