ইযহারুল হক ১।
লেখক : আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি।
অনুবাদ : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।
সম্পাদনা : শাইখ ইমদাদুল হক।
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স।
প্রকাশকাল : জুলাই ২০২০ ইং।
মূল্য : ৪৩০৳,
কভার : A5, হার্ডকভার,
পরিমাণ : ১ কপি,
দাম : ১৯০৳,
পৃষ্ঠা : ৪৯৬,
ভাষা : বাংলা,
ISBN : 978-984-93282-4-7,
বিবরণ :-
আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি জীবনী ১৮-৫০
অধ্যায় - ০১ :- পুরাতন ও নতুন নিয়মের গ্রন্থাবলি ১২৪-৩৯২
অধ্যায় - ০২ :- বিকৃতির প্রমাণ (আংশিক) ৩৯৭-৪৭১
১৮২৯ সালে খ্রিস্ট ধর্মীয় প্রচারক মি. কার্ল গােটালেব ফান্ডার খ্রিস্টান পাদরিদের গতানুগতিক মিথ্যাচার, বিকৃতি, অপপ্রচার ও বিষেদাগার সম্বলিত মীযানুল হক (Scale of Truth) নামক একটি গ্রন্থ রচনা করেন। মূল গ্রন্থটি জার্মান ভাষায় রচিত হলেও তা উর্দু ও ফারসি ভাষায় অনুবাদ করে এ উপমহাদেশের মুসলমানদের মাঝে ব্যাপক প্রচারণা চালানাে হয়। এমনকি তারা এটাও দাবি করতে থাকে যে, এ গ্রন্থের যুক্তিগুলাে খণ্ডন করার সাধ্য কোনো মুসলমান আলিমের নেই। এসময় আল্লামা রাহমাতুল্লাহ কিরানবী মিশনারিদের এই অপতৎপরতার জবাবে এগিয়ে আসেন। তিনি মীযানুল হক এর জবাবে ইযহারুল হক (সত্যের বিজয়) গ্রন্থটি রচনা করেন।
বইটি প্রকাশিত হবার কিছুদিন পরেই লন্ডন টাইমস পত্রিকায় বলা হয়, “মানুষ যদি এ গ্রন্থটি পড়া অব্যাহত রাখে, তবে দুনিয়ায় খ্রিস্টধর্মের উন্নতি ও প্রসার বন্ধ হয়ে যাবে”। এই কালজয়ী বইটা অনুবাদ করেছেন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.। ঈসায়িয়্যাত নিয়ে কাজ করা লেখক, গবেষক, দায়ীদের জন্য বইটা উত্তম পাথেয় হবে বলে আমরা মনে করি।
এ গ্রন্থের সকল পাদটীকাই অনুবাদকের পক্ষ থেকে সংযােজনকৃত। এ সকল টীকার মাধ্যমে মূল বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। কারণ গ্রন্থকার প্রসঙ্গত ইসলামি ধর্মতত্ত্ব ও ইসলামের ইতিহাস এবং খ্রিস্টান ধর্মতত্ত্ব ও খ্রিস্টধর্মের ইতিহাসের অনেক বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, যে সকল বিষয়ে কিছু ধারণা না থাকলে পাঠকের জন্য আলােচনা হৃদয়ঙ্গম করা কঠিন হয়ে যায়। আশা করি, এ সকল টীকা পাঠককে গ্রন্থকারের মূল বক্তব্য বুঝতে সহায়তা করা ছাড়াও আলােচিত বিষয়ে কিছু অতিরিক্ত ধারণা প্রদান করবে।
0 Reviews:
Post Your Review